প্রকাশিত: Sat, Apr 8, 2023 12:32 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:24 PM

একটি ভালো সংবাদপত্র জাতির জন্য বড় সম্পদ

গোলাম সারোয়ার : সাংবাদিকদের জীবন কষ্টের। বিশেষ করে যারা ফিল্ড লেভেলে কাজ করেন তাদের জীবন সত্যি সংগ্রামের। এটি নলেজ বেইজড কাজ কিন্তু অর্থ কষ্টের কাজ। ধনী সাংবাদিক মানে হলো কিছু কিছু সম্পাদক। বাকিরা খুব কষ্টে জীবন যাপন করেন। সে হিসেবে কোনো সাংবাদিক বিপদে পড়লে কষ্ট হয়। দু’চার কথা পক্ষে বলতে ইচ্ছে হয় তা তিনি যে সংবাদপত্রেরই সাংবাদিক হয়ে থাকেন না কেন। এটা হলো মনের কথা। এখন বলি বিবেকের কথা কী? বিবেকের কথা হলো, যেকোনো পরিস্থিতিতেই সত্যের উপর থাকতে হবে। নিজের ছেলে অন্যায় করলেও অন্যায় বলতে হবে। প্রয়োজনে নিজের ছেলের বিচার নিজে করতে হবে। যার কাছে অন্যায় করেছে তার কাছে মাফ চাইতে হবে। আমাদের ড্রাইভাররা যখন চরম অবহেলায় গাড়ি এক্সিডেন্ট করে, যখন মানুষ মারা যায়, যখন ড্রাইভারদের লাইসেন্স থাকে না এবং যখন এক্সিডেন্ট করা গাড়ি ফেলে তারা পালিয়ে যায়, তখন আমরা যখন তাদের বিচার চাই, তখন কী ঘটে?

সব ড্রাইভার এক হয়ে আন্দোলনে নামে। তারা বিচার যেন না করতে পারে সে জন্য সবাই একজোট হয়ে সব গাড়ি বন্ধ করে দেয়। ধর্মঘট করে। আমরা বলি, এরা এত অন্যায় সহ্য করে কীভাবে? কীভাবে একজনের পাপ সবাই কাঁধে নেয়? আমরা অনেকে তাদের শিক্ষাদীক্ষাকে দায়ি করে এক্ষেত্রে কটাক্ষ করি। অনেকে বলি, এরা বেশি লেখাপড়া করেনি বলে এরা অন্যায়কে অন্যায় হিসেবে দেখে না।  তো, ড্রাইভাররা যদি অন্যায়ের পক্ষ নিলে অন্যায় হয় তবে সাংবাদিকরা অন্যায় করলে অন্যায় হবে না কেন? কেউ কেউ বলতে পারেন, ড্রাইভারের ভুলে মানুষ হত্যা হতে পারে। সাংবাদিকের ভুলে কি তা হয়? 

জী হয়। বরং আরও বেশি হয়। একটি প্রবল জনপ্রিয় সংবাদপত্রের একটি মিস নিউজে একটি দেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা চাই, যেকোনো পরিস্থিতিতে পৃথিবীর যেকোনো দেশে ক্ষমতার টানজিশন হতে হবে শান্তিপূর্ণভাবে। মিস নিউজে সেটা ব্যাহত হতে পারে। পরিণামে দেশে শত শত মানুষ মারা যেতে পারে, হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যেতে পারে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। এটি ২০০১ সালের দিকে হয়েছিলো। আমাদের মনে আছে, তখন দেশটা হয়ে গিয়েছিলো মঘের মুল্লুক। সে কাজের ক্ষেত্র তৈরি করেছিলো সে সময়ের একটি এবং একমাত্র প্রাইভেট নিউজ চ্যানেলটি। 

আমাদের আশার কথা হলো, এবার এমন কিছু হয়নি। হতেও পারে, এই ভুলটা ভুলেই হয়েছে। হতে পারে, এটি ইচ্ছাকৃত ভুল। যেভাবেই হোক, এটি ভুল। এই ভুলটা স্বীকার করলেইতো হয়। তা না করে আমাদের দেশের সব জ্ঞানী মানুষেরা বলতেছেন ভিন্ন কথা। এটি অনভিপ্রেত। এতে জ্ঞানীদের উপর সাধারণ মানুষের আস্থা কমছে। এটি কাক্সিক্ষত হতে পারে না। জ্ঞানীদের ওপর জাতি আস্থা হারালে একটি জাতির সবচেয়ে বেশি ক্ষতি। এই ক্ষতির ঝুঁকি নেবেন না। ভুলকে ভুল বলুন। অন্যায়কে অন্যায় স্বীকার করে ভবিষ্যতে এমন হবে না প্রতিশ্রুতি দিয়ে সব পক্ষ সংযত হোন। একটি জাতির একটি ভালো সংবাদপত্র একটি বড় সম্পদ। এটি নষ্ট হোক তা নিশ্চয় সরকারও চায় না। সরকারগুলো চূড়ান্ত বিচারে ভালো সব টিকাতে চায়। কারণ সব ভালোর ক্রেডিট কিন্তু দিনশেষে সরকারের পক্ষেই যায়।